• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঁশখালী উপজেলা ও পৌরসভা ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার(৬ ডিসেম্বর) দুপুরে সরকারি আলাওল কলেজ হল রুমে বাঁশখালী পৌরসভা ওলামা দলের আহবায়ক মাওলানা হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা ওলামাদলের আহবায়ক মাওলানা নজরুল ইসলাম, সদস্য সচিব মাওলানা মোহাম্মদ ফোরকান নিজামীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, আমরা দেখেছি বিগত স্বৈরাচারের আমলে দেশে ওলামায়ে কেরামরাই সবচেয়ে বেশী নির্যাতনের শিকার হয়েছেন, স্বৈরাচারের রোষানলে পড়ে আপনারা অনেকেই মসজিদের ইমামতি, শিক্ষকতা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছেন। অনেক আলেমকে নির্যাতনের কবলে পড়ে শাহাদাত বরণ করতে হয়েছে। আমাদের দেশে ইসলামের লেবাসধারী একটি দল ধর্মের নামে ভূল ব্যাখ্যা দিয়ে সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে। তারা দেশের মানুষের গণতান্ত্রিক ভোটাধিকারকে তোয়াক্কা করে না। তারা বলে দেশের মানুষ তাদেরকে ভোট দিক বা না দিক তাদের কিন্তু ক্ষমতায় যেতে হবে। কারণ তারা স্বৈরাচারের আমলে তাদের সাথে থাকতে থাকতে তাদের ভিতর স্বৈরাচারি মনোভাব তৈরী হয়ে গেছে। তাদের কাছ থেকে আমাদের আলেম সমাজকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় যেন আমাদের ঘরে আসে সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বাহাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমেদ, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এডিশনাল পিপি এড. শওকত ওসমান, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মহসিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা জাবের হোসেন চৌধুরী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল কাইছার বাদশা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব দিদারুল আলম, সাবেক ছাত্রনেতা জালাল উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ তৈয়ব, পৌরসভা ওলামা দলে সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, সদস্য সচিব মাওলানা সোহেল ইকবাল, পৌরসভা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক মাওলানা মনজুর নোমানী, উপজেলা ছাত্রদল নেতা বেলাল মাহমুদ, পৌরসভা ছাত্রদল নেতা খালেদ বিন আবদুল্লাহ জিহান, উপজেলা ছাত্রদল নেতা মঈনুদ্দীন যায়েদ ও বাহাদুর প্রমূখ।

দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশ এবং জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌরসভা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহমুদুল হক্ব।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের
কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের
রাজশাহীতে বিদ্যুতের অস্বাভাবিক বিল বাতিলের দাবীতে মানববন্ধন
রাজশাহীতে বিদ্যুতের অস্বাভাবিক বিল বাতিলের দাবীতে মানববন্ধন
নড়াইল -১ আসনে জামায়াতের সমাবেশে জনতার ঢল
নড়াইল -১ আসনে জামায়াতের সমাবেশে জনতার ঢল