• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বহিষ্কারাদেশ প্রত্যাহার

চার সাবেক নেতা আবারও বিএনপির প্রাথমিক সদস্য

নিজস্ব প্রতিবেদক    ৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের পুনরায় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্তরা হলেন, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও মধুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক,কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম,বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, এবং কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি জাহেদুল হুদা।

শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাদের পূর্বের বহিষ্কারাদেশ থাকলেও আবেদনের ভিত্তিতে তা প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুষ্ঠু নির্বাচন শুধু নিয়ম মানলে হয় না : আলাল
সুষ্ঠু নির্বাচন শুধু নিয়ম মানলে হয় না : আলাল
বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্ট’-এ বিশ্বাসী: রিজভী
বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্ট’-এ বিশ্বাসী: রিজভী
লন্ডন বা দিল্লিতে বসে রাজনীতি নয়: সাদিক কায়েম
লন্ডন বা দিল্লিতে বসে রাজনীতি নয়: সাদিক কায়েম