• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মায়ামিতে আজ ‘ফিনালিসিমা’: মেসি–মুলারের মোকাবিলা

স্পোর্টস ডেস্ক    ৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পি.এম.
এমএলএস ফাইনালে ইন্টার মায়ামি–ভ্যাঙ্কুভার। সংগৃহীত ছবি

মায়ামির ফুটবল ইতিহাসে আজ এক বিশেষ রাত। স্থানীয় সময় সোমবার রাতে (বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে) যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) কাপ ফাইনালে মুখোমুখি হবে ইন্টার মায়ামি ও কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস। দুই দলের নেতৃত্বে থাকছেন ফুটবল দু’জন মহাতারকা—ইন্টার মায়ামির লিওনেল মেসি এবং ভ্যাঙ্কুভারের জার্মান কিংবদন্তি থমাস মুলার।

ইস্টার্ন কনফারেন্সে ভালো রেকর্ড করায় ফাইনালের আয়োজক হয়েছে ইন্টার মায়ামি। চেজ স্টেডিয়ামের এই ‘অন্য ফিনালিসিমা’য় ড্র হলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে। ফলে সব উত্তেজনা বন্দী এক রাতেই।

তবে ফাইনালের আবেগ শুধু শিরোপা ঘিরে নয়। এটি বিদায়ের ম্যাচও। ইন্টার মায়ামির দুই স্প্যানিশ অভিজ্ঞ তারকা—সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা—এই ম্যাচ দিয়েই পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন। দীর্ঘদিন বার্সেলোনা ও স্পেন দলে একসঙ্গে খেলা এই দুই তারকার শেষ ম্যাচকে ঘিরে আবেগ ছড়িয়ে পড়েছে দলে ও সমর্থকদের মাঝে।

লিওনেল মেসির জন্যও এটি বিশেষ রাত। ২০২৫ সালে ইতোমধ্যে ৪৬ গোল করা আর্জেন্টাইন তারকা আজ জিততে পারলে ক্যারিয়ারের ৪৭তম শিরোপার মালিক হবেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তাকে আরও দৃঢ়ভাবে ইতিহাসের সর্বাধিক শিরোপাজয়ী ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করবে এই শিরোপা। তার উপস্থিতিই ইন্টার মায়ামিকে ফাইনালের ফেভারিট করেছে।

এটি দুই দলের জন্যই প্রথম এমএলএস কাপ জয়ের সুযোগ। ২০২০ সালে প্রতিযোগিতায় নামা ইন্টার মায়ামির কাছে এটি হবে নজিরবিহীন অর্জন। অন্যদিকে ভ্যাঙ্কুভার ২০১৫ সালের কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের অভিজ্ঞতা থাকলেও শিরোপা জিততে পারেনি।

শেষ প্রস্তুতিতে বুসকেটস ও আলবাকে সতীর্থরা গার্ড অব অনার দিয়েছেন—দীর্ঘ ক্যারিয়ারের প্রতি সম্মান জানাতে নীরব শ্রদ্ধা হিসেবে।

আজ রাতে চেজ স্টেডিয়ামে তাই শুধু একটি শিরোপাই নির্ধারিত হবে না; বিদায় নেবে স্প্যানিশ ফুটবলের এক স্বর্ণালি যুগ। আর মেসির ক্যারিয়ারে যুক্ত হতে পারে আরেকটি স্মরণীয় বিজয়ের অধ্যায়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ
ফুটবল বিশ্বকাপের ড্র : জেনে নিন পটবিন্যাস
ফুটবল বিশ্বকাপের ড্র : জেনে নিন পটবিন্যাস
উন্নত কোচ আনতে বাফুফেকে ফান্ড দেবে ক্রীড়া মন্ত্রণালয়
উন্নত কোচ আনতে বাফুফেকে ফান্ড দেবে ক্রীড়া মন্ত্রণালয়