• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণবদলি ও শোকজের মুখে পরীক্ষায় ফিরলেন প্রাথমিক শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ১১:২২ এ.এম.
স্থগিত হলো কর্মসূচি পরীক্ষায় ফিরলেন সহকারী শিক্ষকরা-ছবি: সংগৃহীত

গণবদলি ও শোকজের চাপে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করে অবশেষে বার্ষিক পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 

রোববার (৭ ডিসেম্বর) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে এবং এতে অংশ নেবেন আন্দোলনরত সহকারী শিক্ষকরা।

শিক্ষক নেতা শামছুদ্দিন মাসুদ বলেন, “শিক্ষার্থীদের স্বার্থে এবং অভিভাবকদের দাবি বিবেচনায় আমরা পরীক্ষায় ফিরছি। তবে যেভাবে গণহারে শোকজ ও বদলির মাধ্যমে শিক্ষক হয়রানি করা হচ্ছে, তা উদ্বেগজনক। বার্ষিক পরীক্ষা শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”

দাবি বাস্তবায়ন পরিষদের ডাকে গত ২৭ নভেম্বর শিক্ষকরা লাগাতার কর্মবিরতি শুরু করেন। ১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা বর্জন এবং ২ ডিসেম্বর থেকে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালু হয়। তবে ৪ ডিসেম্বর একযোগে ৪২ শিক্ষককে ভিন্ন জেলায় ‘প্রশাসনিক বদলি’ করা হলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি শিক্ষার্থী অধ্যয়ন করছে। নিয়োজিত আছেন তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক, যাদের বেশিরভাগই সহকারী শিক্ষক।

বর্তমানে প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে থাকলেও সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতনভাতা পাচ্ছেন। গ্রেড উন্নীতকরণের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোববার থেকে পরীক্ষা শুরু, স্থগিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি
রোববার থেকে পরীক্ষা শুরু, স্থগিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি
ঢাকা কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদে মেঘলার ১২ বাস আটক
ঢাকা কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদে মেঘলার ১২ বাস আটক
শাটডাউনের অংশ হিসেবে বরিশালের বিভিন্ন স্কুলে তালা
সহকারী শিক্ষকদের কর্মসূচি: শাটডাউনের অংশ হিসেবে বরিশালের বিভিন্ন স্কুলে তালা