• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩ দলের নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করবে আজ

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। 

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।   

জোটে জাতীয় নাগরিক পার্টির পাশাপাশি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) অংশগ্রহণ করছে। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা করা হবে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, “ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোট বা ঐক্য প্রচেষ্টার ঘোষণা আসবে। এতে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টিসহ কয়েকটি দলের নেতারা উপস্থিত থাকবেন। অন্যান্য দলের অংশগ্রহণের তথ্য সময়মত জানা যাবে।”

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনও একই তথ্য নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমার স্বামীকে হত্যা করা হয়েছে
নাসির উদ্দিন পিন্টুর সহধর্মিণী আমার স্বামীকে হত্যা করা হয়েছে
খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে চিকিৎসা গ্রহণ করছেন
খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে চিকিৎসা গ্রহণ করছেন
ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে: ফখরুল
ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে: ফখরুল