• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেসির জোড়া অ্যাসিস্টে প্রথম এমএলএস কাপ মায়ামির

স্পোর্টস ডেস্ক    ৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পি.এম.
প্রথমবার এমএলএস কাপ জিতল ইন্টার মায়ামি। সংগৃহীত ছবি

লিওনেল মেসির জোড়া অ্যাসিস্টে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে ইন্টার মায়ামি। চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মায়ামির দলটি।

এমএলএস কাপ যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগ মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন নির্ধারণের ম্যাচ। ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্সের দলগুলো নকআউট পর্ব পেরিয়ে ওঠে এই ফাইনালে।

ফাইনালে দুর্দান্ত শুরু করে মায়ামি। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় তারা। তাদেও অ্যালেন্দেকে আটকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন ভ্যাঙ্কুভারের এডিয়ার ওকাম্পো।

প্রথমার্ধের শেষদিকে ম্যাচে ফিরতে থাকে ভ্যাঙ্কুভার। ৩৮তম মিনিটে এমানুয়েল সাবির শট কাছ থেকে রুখে দেন মায়ামির গোলরক্ষক রোকো রিওস। থমাস মুলারও সমতার সুযোগ খুঁজতে চেষ্টা চালিয়ে যান।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে হোয়াইটক্যাপস। ঘণ্টা খানেকের মাথায় আলি আহমেদের তুলনামূলক দুর্বল শট রিওসের হাত ফসকে জালে জড়ায়, সমতায় ফেরে কানাডিয়ান দলটি।

এরপর আরও একবার গোলবঞ্চিত হন সাবি—তার শট পোস্টে লেগে ফিরে আসে, রিবাউন্ডেও লাগে ক্রসবারে। তবে ভ্যাঙ্কুভারের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্রুতই ম্যাচের লাগাম টেনে ধরে মায়ামি। লিওনেল মেসির মিলিমিটার-নিখুঁত পাস ধরে চমৎকার ফিনিশিংয়ে দলকে আবারও এগিয়ে দেন রদ্রিগো দে পল।

শেষ সময়ে সমতার খোঁজে উঠে আসে ভ্যাঙ্কুভার। কিন্তু মায়ামির সমর্থকদের উচ্ছ্বাসে ভর করে কাউন্টার অ্যাটাকে আরও একবার কার্যকর আঘাত হানে স্বাগতিকরা। এবারও ছিল মেসির জাদুর ছোঁয়া—বুকে বল থামিয়ে দারুণ একটি ফ্লিক পাস দেন তিনি। সুযোগ কাজে লাগিয়ে তাকাওকার পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান অ্যালেন্দে।

ফলে ৩-১ ব্যবধানে জয়ে ইতিহাসের প্রথম এমএলএস কাপ উঁচিয়ে ধরেছে ইন্টার মায়ামি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র প্রকাশ: কে কোন গ্রুপে খেলবে?
ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র প্রকাশ: কে কোন গ্রুপে খেলবে?
মেসি জানালেন ২০২৬ বিশ্বকাপে ফেভারিট কারা
মেসি জানালেন ২০২৬ বিশ্বকাপে ফেভারিট কারা
পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ