• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিইউজে গণমাধ্যম স্বাধীনতায় আরও সক্রিয় হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পি.এম.
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-ছবি-ভিওডি বাংলা

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত কমিটি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আগের তুলনায় আরও শক্তিশালী ও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ নতুন কমিটির উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আমির বলেন, সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পুনর্নির্বাচন সাংবাদিক সমাজের আস্থা, সুনাম এবং যোগ্য নেতৃত্বেরই স্পষ্ট প্রমাণ। তিনি মনে করেন, এই ধারাবাহিকতা গণমাধ্যমের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যম যোগ করবে।

বিবৃতিতে তিনি বলেন, গণমাধ্যম যেকোনো গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রধান শক্তি এবং সত্য প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জাতির সামগ্রিক উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকা অপরিহার্য। সেই বিবেচনায় ডিইউজের নেতৃত্ব শুধু পেশাগত স্বার্থ সংরক্ষণ নয় বরং সাংবাদিকতার স্বাধীনতা ও মর্যাদা অটুট রাখতে বড় দায়িত্ব বহন করে।

ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, সাংবাদিকদের ভূমিকা সত্য প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং জাতির উন্নয়নে অপরিহার্য। তিনি নবনির্বাচিত নেতাদের দায়িত্ব পালনে সফলতা ও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার জন্য দোয়া জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি রোধ একমাত্র বিএনপিই করতে পারে
তারেক রহমান দুর্নীতি রোধ একমাত্র বিএনপিই করতে পারে
ড্যাব নেতাদের উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা
ড্যাব নেতাদের উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা
আমার স্বামীকে হত্যা করা হয়েছে
নাসির উদ্দিন পিন্টুর সহধর্মিণী আমার স্বামীকে হত্যা করা হয়েছে