• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিক্ষাভবন মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশ মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পি.এম.
তিন ঘণ্টা ধরে শিক্ষাভবন মোড় অবরোধ করেছেন-ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দ্রুত অধ্যাদেশ দাবিতে ৩ ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা৷ এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে তীব্র যানজটের। আর অবরোধ ঘিরে অনভিপ্রেত ঘটনা এড়াতে শিক্ষাভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। রাখা হয়েছে জলকামান এবং রায়টকারও। 

রোববার (৭ ডিসেম্বর) প্রায় ৩০০ শিক্ষার্থী মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছেন। তারা জানান, অধ্যাদেশে দেরি হলে নতুন শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। 

রবিউল ইসলাম নামের ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা বারবার জানিয়েছি, আমরা টেবিলে যেতে চাই। কিন্তু আমাদের ভবিষ্যৎ নিয়ে যেভাবে পরীক্ষা-নিরীক্ষা চলছে, সেটা মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষ যদি সত্যিই আমাদের কথা শুনতেন, তাহলে এতদিনে চূড়ান্ত সিদ্ধান্ত হতো। আমরা দাবি নিয়ে রাজপথে নেমেছি। এখন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।

স্মৃতি আক্তার নামের ইডেন কলেজের এক শিক্ষার্থী বলেন, অধ্যাদেশের দীর্ঘসূত্রতা আমাদের পড়াশোনা, ক্যারিয়ারসহ সবকিছুতে অনিশ্চয়তা তৈরি করেছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জবাবদিহি না থাকলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায় যে সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোববার থেকে পরীক্ষা শুরু, স্থগিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি
রোববার থেকে পরীক্ষা শুরু, স্থগিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি
ঢাকা কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদে মেঘলার ১২ বাস আটক
ঢাকা কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদে মেঘলার ১২ বাস আটক
শাটডাউনের অংশ হিসেবে বরিশালের বিভিন্ন স্কুলে তালা
সহকারী শিক্ষকদের কর্মসূচি: শাটডাউনের অংশ হিসেবে বরিশালের বিভিন্ন স্কুলে তালা