• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পেঁয়াজ আমদানি হলে দাম কমবে, সবজির দাম সহনীয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পি.এম.
লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী -ছবি: সংগৃহীত

আমদানির পর পেঁয়াজের দাম কমে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। একইসঙ্গে সবজির দাম সহনীয় বলেও মনে করেন তিনি।

রোববার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানান, হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার কারণে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উপদেষ্টা জানান, বাজার নিয়ন্ত্রণ করার পাশাপাশি কৃষক ও ভোক্তাদের স্বার্থে খেয়াল রাখা হচ্ছে। তিনি উল্লেখ করেন, পেঁয়াজের দাম ৭০ টাকার মধ্যে থাকলে দুই পক্ষই সুবিধা পাবে। আমদানির পর পেঁয়াজের দাম কমে যাবে।

উপদেষ্টা বলেন, আমি বলব, সবজির দামটা মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। যতই দিন যাবে সবজির দাম কমে যাবে। আমি আশা করব, এমন যাতে না কমে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। 

তিনি আরও বলেন, সারে কীটনাশক দেওয়া হয়। এই কীটনাশকের কয়েকটা জাত আছে খুবই খারাপ। এগুলো বাজার থেকে যেভাবে হোক বন্ধ করতে হবে। আমরা তো চেষ্টা করব আপনাদের সাহায্যও আমাদের দরকার।

তিনি আরও বলেন, কিছু ক্ষতিকর সার ও কীটনাশক বাজার থেকে সরাতে হবে এবং সরকারের পক্ষ থেকে এ জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া, ৭০ শতাংশ পর্যন্ত আমন ধান কর্তন সম্পন্ন হয়েছে এবং আশা করা হচ্ছে এবারও বাম্পার ফলন হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
ইসি বৈঠকে তফসিল ঘোষণা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
ইসি বৈঠকে তফসিল ঘোষণা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
এভারকেয়ার হাসপাতালে আজ নেতাকর্মীদের ভিড় নেই
এভারকেয়ার হাসপাতালে আজ নেতাকর্মীদের ভিড় নেই