• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম

কুষ্টিয়া প্রতিনিধি    ৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া কুমারখালীতে একই পরিবারের ৩ ভাই, বাসের চাপায় নিহত হয়েছে।  পাশাপাশি তিনটি কবরে  শায়িত হলেন তিনি ভাই, গ্ৰাম জুড়ে চলছে শোকের মাতম । শনিবার দিবাগত রাত ১টার দিকে।ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, উপজেলার সদকি ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার করিম মন্ডলের ছেলে সুমন (২৫) ও রিমন (১৪) ও একই এলাকার শাহিন মোল্লার ছেলে মো. আশিক মোল্লা (২২)। তারা সম্পর্কে চাচাতো ভাই তিনজন। তারা সবাই সদকী ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের তথ্য মতে জানা যায়,বোনের শ্বাশুড়ির মরদেহ দেখতে মোটরসাইকেল নিয়ে ওই তিন ভাই ঢাকা থেকে কুমারখালী বাড়ির দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন আসিফ। পেছনে বসা ছিলেন দুই ভাই—রিমন ও সুমন। তাঁদের মধ্যে চালক আসিফ  তার মাথায় একটি হেলমেট ছিল। দুই ভাইয়ের মাথায় কোনো হেলমেট ছিল না। শনিবার রাত ১ টার দিকে  ফরিদপুর হামিরদি মাধবপুর কবরস্থানের সামনে বাসের চাপায়  তিন ভাইয়ের মৃত্যু হয়।  নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। সন্তানদের হারিয়ে শোকাহত তাদের পরিবারের স্বজনেরা। রবিবার বিকেলে নিহতদের মোহাম্মদপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে মটরসাইকেলে তিন ভাই বাড়িতে আসছিল শনিবার মধ্যরাতে ফরিদপুর হামিরদি নামক স্থানে অজ্ঞাত বাসের চাপায় তারা নিয়ত হয়। এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করতে নিহতর পরিবারকে পরামর্শ দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। সেখানে ওই তিন তরুণকে মৃত অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন। তিনি আরো বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
নাগরপুরে খেজুরের রস আহরণে ব্যস্ত গাছিরা
নাগরপুরে খেজুরের রস আহরণে ব্যস্ত গাছিরা