• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পলাশ–মান্ধানার বিয়ে আর হচ্ছে না

স্পোর্টস ডেস্ক    ৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পি.এম.
সুরকার পলাশ মুচ্ছল ও ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। সংগৃহীত ছবি

অবশেষে আশঙ্কাই সত্যি হলো। সুরকার পলাশ মুচ্ছলকে বিয়ে না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই বিষয়টি জানিয়েছেন তিনি।

কিছুদিন ধরেই পলাশ–মান্ধানার বিয়ে নিয়ে আলোচনা চলছিল। নির্ধারিত বিয়ের দিন মান্ধানার বাবা অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠান স্থগিত হয়। শেষ পর্যন্ত সেটি বাতিলের ঘোষণা এল আনুষ্ঠানিকভাবেই।

ইনস্টাগ্রামে পোস্টে মান্ধানা লেখেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা চলছে। আমি খুবই ব্যক্তিগত প্রকৃতির মানুষ এবং সে ভাবেই থাকতে চাই। তবে স্পষ্ট করে বলতে চাই—বিয়ে বাতিল করা হয়েছে। আমি চাই, বিষয়টি এখানেই শেষ হোক।’

তিনি আরও লিখেন, ‘উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ করছি। আমাকে সময় দিন নিজের মতো করে এগিয়ে যাওয়ার জন্য। আমি ভারতের হয়ে যতদিন সম্ভব খেলতে চাই এবং ট্রফি জয়ের লক্ষ্যেই মনোযোগ থাকবে। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল মান্ধানা ও পলাশের। অনুষ্ঠানের আগেই মান্ধানার পরিবার সেটি স্থগিত করে। পরে পলাশকে ঘিরে বিভিন্ন গুঞ্জনও ছড়িয়ে পড়ে, যা বিষয়টিকে আরও আলোচনায় এনে দেয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র প্রকাশ: কে কোন গ্রুপে খেলবে?
ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র প্রকাশ: কে কোন গ্রুপে খেলবে?
মেসি জানালেন ২০২৬ বিশ্বকাপে ফেভারিট কারা
মেসি জানালেন ২০২৬ বিশ্বকাপে ফেভারিট কারা
পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ