• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি    ৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামে অবৈধ বিদ্যুৎ লাইনের ফাঁদে পড়ে মো. বাচ্চু মল্লিক (৪৭) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (৭ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজের বাড়ির পাশের জমিতে কাজ করতে যান মুক্তা মল্লিকের ছেলে মো. বাচ্চু মল্লিক। সেখানে পার্শ্ববর্তী জমিতে অবৈধভাবে বিদ্যুতের খুঁটি থেকে লাইন নামিয়ে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন একই গ্রামের মো. আলাউদ্দিন জোমাদ্দার ও মো. পিন্টু হাওলাদার। সেই ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান বাচ্চু মল্লিক। তিনি ইছাপাশা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা।

ঘটনার সময় পাশেই থাকা স্থানীয় স্কুলের ছাত্র–ছাত্রীরা মাঠে কাঁপতে থাকা বাচ্চুকে দেখে চিৎকার শুরু করে। তাদের আওয়াজ শুনে অভিযুক্ত আলাউদ্দিন ও পিন্টু ছুটে এসে খুঁটি থেকে লাইন খুলে ফেলেন এবং গোপনে মাটির নিচে লুকিয়ে রাখেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে বাচ্চুর পুড়ে যাওয়া হাতে কাঁদামাটি লেপে ঘটনাটি আড়াল করার চেষ্টাও করেন তারা। স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

নিহতের মেয়েজামাই মো. শাকিল হোসেন বলেন, “আমার শ্বশুর প্রতিদিনের মতো জমিতে কাজ করতে গিয়েছিলেন। সেখানে আলাউদ্দিন ও পিন্টু ইঁদুর ধরার নামে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখে। সেই ফাঁদে পড়ে তিনি মারা গেছেন। এটি পরিকল্পিতভাবে আড়াল করার চেষ্টা করা হয়েছে।”

নিহতের স্ত্রী সীমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী গরিব মানুষ। নিজের জমিতে কাজ করতেই যেতেন। ওরা অবৈধ লাইন দিয়ে ফাঁদ পেতে রাখবে— এটা তো আমরা ভাবতেই পারিনি। আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।”

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ওই এলাকায় কয়েকজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ লাইন ব্যবহার করে আসছিলেন। বারবার নিষেধ করা হলেও তারা থামেননি। এ ঘটনার পর গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মো. আলাউদ্দিন জোমাদ্দার ইছাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত। ঘটনাস্থলের পর তার স্কুল ও বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অন্যদিকে ঘটনার পরপরই পিন্টুর পরিবার বাড়িতে তালা ঝুলিয়ে গা–ঢাকা দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য প্রেরণ করা হবে। পরে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
নাগরপুরে খেজুরের রস আহরণে ব্যস্ত গাছিরা
নাগরপুরে খেজুরের রস আহরণে ব্যস্ত গাছিরা