• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিবগঞ্জে জামায়াতে সৌজন্যে সেলাই মেশিন বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান ড. কেরামত আলীর সৌজন্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামের শিবগঞ্জ উপজেলা অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৬ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কেরামত আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর সাদিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি বাবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তব্যে ড. কেরামত আলী বলেন, নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্বনির্ভর করতে এ ধরনের সহায়তা অত্যন্ত কার্যকর। তিনি বলেন, “শিবগঞ্জের নারীরা যাতে কর্মসংস্থান তৈরি করতে পারে এবং পরিবারের আয় বাড়াতে পারে — সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে নারীদের জন্য কর্মসংস্থানমূলক সহায়তা অব্যাহত থাকবে।”

উপজেলা আমীর সাদিকুল ইসলাম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত নারীদের স্বনির্ভর করে তুলতে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক কার্যক্রম হাতে নিয়ে কাজ করছে। সেলাই মেশিন বিতরণ তারই ধারাবাহিকতা।

মেশিন পেয়ে উপকারভোগী নারীরা সন্তোষ প্রকাশ করেন। তাঁদের কেউ কেউ জানান, সেলাইয়ের কাজ জানলেও মেশিনের অভাবে কাজে নেমে পড়া সম্ভব হচ্ছিল না। নতুন মেশিন পাওয়ায় এখন তাঁরা ঘরে বসেই আয়মুখী কাজ শুরু করতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধু সেলাই মেশিন প্রদান নয়—নারীদের দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোগ সহায়তা এবং স্বনির্ভরতা বৃদ্ধির আরও কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় ধর্ষণ মামলায় স্কুল ছাত্রীর কথিত প্রেমিক গ্রেফতার
ভাঙ্গুড়ায় ধর্ষণ মামলায় স্কুল ছাত্রীর কথিত প্রেমিক গ্রেফতার
গৌরীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্তদিবস পালিত
গৌরীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্তদিবস পালিত
ক্লিনিক-ডায়াগনস্টিকে অনিয়মে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনও’র
ক্লিনিক-ডায়াগনস্টিকে অনিয়মে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনও’র