পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় ডিসেম্বর/২০২৫ মাসের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. এবাদত হোসেন, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা সরকারি কলেজ অধ্যক্ষের প্রতিনিধি এ,কে,এম মনোয়ারুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. সুলতান মাহমুদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যউপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ,বি,এম ওয়াহিদুজ্জামান, পাংশা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহীম, রাজবাড়ী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি মো. হাবিবুর রহমান (ভিপি রাজা), পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম,এ জিন্নাহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে আজাদ,
ইউনিয়নের চেয়ারম্যানগণ ও ছাত্র প্রতিনিধি ইমরান খানসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে উপজেলা আইন-শৃঙ্খলা সভার বিগত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সভায় ইউএনও রিফাতুল হক বলেন, পাংশা উপজেলার অপরাধ দমন ও প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অপ্রয়োজনীয় পরীক্ষার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন।
সভা শেষে ইউএনও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পাংশাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।”
ভিওডি বাংলা/ এমএইচ







