• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৌরীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্তদিবস পালিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (৮ ডিসেম্বর) গৌরীপুর মুক্তদিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ আফিয়া আমিন পাপ্পা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে ইউসুব ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার কমল রায়।

আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি সুনন্দা সরকার প্রমা,উপজেলা বিএনপির আহবায়ক হাফেজ আজিজুল হক,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুস ছাত্তার মন্ডল, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মীর হোসেন মীরন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহাম্মেদ, প্রেসক্লাব ও সাংবাদিক ঐক্য ফোরামের সাবেক সভাপতি বেগ ফারক আহাম্মদ, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা-সহ আরও অনেকে।

স্বাগত বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন।

বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে ৮ ডিসেম্বর পাক হানাদার বাহিনী গৌরীপুর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তাই দিনটি গৌরীপুরবাসীর জন্য গৌরব ও মুক্তির স্মারক দিন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শিবগঞ্জে জামায়াতে সৌজন্যে সেলাই মেশিন বিতরণ
শিবগঞ্জে জামায়াতে সৌজন্যে সেলাই মেশিন বিতরণ