বাঁশখালীতে মাদক ব্যবসা প্রসঙ্গে স্বচ্ছ তদন্তের দাবি

চট্টগ্রামের বাঁশখালী কালীপুরে কিছু অসাধুচক্র প্রশাসনের নজর এড়িয়ে রমরমা ভাবে মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে যাচ্ছে—এমন অভিযোগ দীর্ঘদিনের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে নতুন প্রশ্ন তাহলে রক্ষক কি ভক্ষক!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও ক্লিপে দেখা যায়, কয়েকজন অভিযোক্ত ইয়াবা সেবনকারী ও বিক্রেতাকে জনতা আটক করে। সেখানে তাদের মুখে শোনা যায়, প্রশাসনের কিছু সদস্য মাদক–সংশ্লিষ্ট চক্রের সঙ্গে জড়িত—যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বাঁশখালীতে যাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক–সংক্রান্ত নানা অভিযোগ রয়েছে, তারা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়—এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
এলাকাবাসীর দাবি, এ ধরনের ভিডিও ক্লিপ শুধু বরফের চূড়া; পুরো ঘটনাটির স্বচ্ছ তদন্ত জরুরি।
স্থানীয়দের মতে, মাদক নির্মূলে প্রশাসনের শক্ত অবস্থান এবং কোনো প্রকার প্রভাবশালী ব্যক্তির আশ্রয়-প্রশ্রয় বন্ধের মাধ্যমেই বাঁশখালীকে নিরাপদ রাখা সম্ভব।
এই পরিস্থিতিতে স্বচ্ছ তদন্ত, সঠিক তথ্য উদঘাটন এবং আইনগত যাচাই–বাছাইয়ের জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ







