• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত আমির

নির্বাচন এলে যারা তসবিহ হাতে ঘোরে, তারাই ধর্মব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক    ৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ভিওডি বাংলা

নির্বাচনের সময় এলে যারা তসবিহ হাতে ঘোরেন, তারাই ধর্মকে ব্যবসার উপকরণ হিসেবে ব্যবহার করেন—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে আট দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না। আমরা ধর্মকে ব্যবসার উপায় হিসেবে দেখি না। ধর্ম নিয়ে ব্যবসা করে তারা, যারা নির্বাচনের সময় তসবিহ হাতে মাঠে নেমে পড়ে।”

নির্বাচন পেছানোর সম্ভাবনা নিয়ে তিনি বলেন, নির্বাচন পেছানো কাম্য নয়। তবে কোনো কারণে ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত না হলে দেশ গভীর সংকটে পড়তে পারে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচনে জামায়াত বিজয়ী হলে জাতীয় সরকার গঠন করবে। এমনকি ২০০ আসনে জয় পেলেও সিদ্ধান্ত একই থাকবে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসিনা গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করেছিলেন: সালাহউদ্দিন
হাসিনা গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করেছিলেন: সালাহউদ্দিন
ধর্মীয় অবমাননা মামলা রাজনৈতিক প্ররোচনা: শিশির মনির
ধর্মীয় অবমাননা মামলা রাজনৈতিক প্ররোচনা: শিশির মনির
সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সাথে কোন আপোষ নেই : মির্জা আব্বাস
সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সাথে কোন আপোষ নেই : মির্জা আব্বাস