• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারী জাগরণে রোকেয়ার ভূমিকা তুলে ধরে তিনি বলেন—রক্ষণশীল সমাজের প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক।

তারেক রহমান তাঁর বাণীতে উল্লেখ করেন, নারী শিক্ষার প্রসার এবং পিছিয়ে থাকা মুসলিম নারীদের আলোর পথ দেখাতে রোকেয়া একসময় সমাজের কঠোর প্রতিবন্ধকতার মুখেও থেমে যাননি। নারীর আত্মমর্যাদা রক্ষায় শিক্ষাই যে প্রধান হাতিয়ার—তিনি তা উপলব্ধি করেছিলেন নিজের জীবন থেকেই, বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান, রোকেয়ার লেখনি সমাজের বৈষম্যকে কঠোরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। গোঁড়া রক্ষণশীলদের বাধা সত্ত্বেও তিনি নারী স্বাধীনতা ও স্বাবলম্বনের পক্ষে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন। তারেক রহমান বলেন, বেগম রোকেয়ার উচ্চারণের প্রাণকেন্দ্রে ছিল নারীর প্রকৃত স্বাধীনতা। তাঁর আদর্শ আজও নারী সমাজকে উদ্দীপিত করে।

তিনি রোকেয়ার আত্মার মাগফিরাত কামনা করেন ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসিনা গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করেছিলেন: সালাহউদ্দিন
হাসিনা গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করেছিলেন: সালাহউদ্দিন
ধর্মীয় অবমাননা মামলা রাজনৈতিক প্ররোচনা: শিশির মনির
ধর্মীয় অবমাননা মামলা রাজনৈতিক প্ররোচনা: শিশির মনির
সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সাথে কোন আপোষ নেই : মির্জা আব্বাস
সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সাথে কোন আপোষ নেই : মির্জা আব্বাস