• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসি চূড়ান্তভাবে ৮১ দেশি নির্বাচন পর্যবেক্ষক অনুমোদন

ভিওডি বাংলা ডেস্ক    ৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পি.এম.
নির্বাচন কমিশন। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্তভাবে ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সইয়ে তালিকাটি ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রথম ধাপে ৬৬টি সংস্থাকে ৬ নভেম্বর ২০২৫ থেকে ৫ নভেম্বর ২০৩০ পর্যন্ত পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে ১৫টি সংস্থাকে ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ৩ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত পাঁচ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে ২৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ৭৩টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রকাশ করেছিল। সংস্থাগুলোর বিরুদ্ধে দাবী, আপত্তি বা অভিযোগ ২০ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছিল। দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি
নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা