• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক    ৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পি.এম.
এশিয়া কাপ ক্রিকেটের জন্য বিসিবি দল ঘোষণা করেছে। সংগৃহীত ছবি

আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে যুব এশিয়া কাপ ক্রিকেট। আসরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডের নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।

ইনজুরির কারণে দলে জায়গা হয়নি পেসার আল ফাহাদের। এছাড়া সবশেষ সিরিজে থাকা দেবাশীষ সরকার বাদ পড়েছেন। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন।

১২ ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর। পুরো প্রতিযোগিতা আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

বাংলাদেশ স্কোয়াড
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হোসেন, ইকবাল হোসেন, আল আমিন, আহমেদ শাহরিয়ার, শাদ ইসলাম, মোহাম্মদ সবুজ।

স্ট্যান্ডবাই
রাফিউজ্জামান, সানদীদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেইমারকে নিয়ে ব্রাজিল কোচের স্পষ্ট বার্তা
নেইমারকে নিয়ে ব্রাজিল কোচের স্পষ্ট বার্তা
ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপে একসঙ্গে যে দেশগুলো
ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপে একসঙ্গে যে দেশগুলো
৩ বছর বয়সে দাবার ইতিহাসে বিশ্বরেকর্ড সর্বজ্ঞ সিং
৩ বছর বয়সে দাবার ইতিহাসে বিশ্বরেকর্ড সর্বজ্ঞ সিং