দেশনেত্রীর সুস্থতা দেশের সব মানুষের কামনা: টুকু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর ) বিকালে সদর উপজেলার খাস কাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠে কাকুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ মাহফিলে স্থানীয় নেতা–কর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।
দোয়া মাহফিলের প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা দেশের মানুষের অভিন্ন কামনা।”
তিনি নেতাকর্মীদের ধৈর্য, ঐক্য ও দায়িত্বশীলতা বজায় রেখে মাঠে থাকার আহ্বান জানিয়ে বলেন, “দেশনেত্রীর মুক্তি ও সুস্থতার জন্য যেমন দোয়া করছি, তেমনি গণতন্ত্র পুনরুদ্ধারেও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে কাকুয়া ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। তারা বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার প্রতি “অমানবিক আচরণের” নিন্দা জানান।
স্থানীয় মসজিদের খতিব মিলাদ ও দোয়া পরিচালনা করেন। এতে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি–সমৃদ্ধি কামনা করা হয়।
স্থানীয় নেতা–কর্মীরা বলেন, বেগম জিয়ার অসুস্থতা গণতন্ত্রে বিশ্বাসী মানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা আশা প্রকাশ করেন—তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের নেতৃত্বে ফিরবেন।
ভিওডি বাংলা/ আরিফ







