• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বেগম রোকেয়া পদক পেলেন চার বিশিষ্ট নারী

নিজস্ব প্রতিবেদক    ৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ এ.এম.
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনে-ছবি সংগৃহীত

নারীশিক্ষা, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর চার বিশিষ্ট নারীকে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেন।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে পদকপ্রাপ্তরা হলেন- নারীশিক্ষা ও গবেষণায় রুভানা রাকিব, নারী অধিকার ও শ্রম অধিকার প্রতিষ্ঠায় কল্পনা আক্তার, মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ ও ক্রীড়া ক্ষেত্রে সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বেগম রোকেয়ার কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণকারী নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিবস উপলক্ষে প্রতিবছর দিনটি ‘রোকেয়া দিবস’ হিসেবে পালিত হয়। উপমহাদেশে নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে তার অবদান জাতি আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কে হচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি?
কে হচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি?
তফসিলের ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার না সরালে ব্যবস্থা
তফসিলের ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার না সরালে ব্যবস্থা
নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি
নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি