• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়

আন্তর্জাতিক ডেস্ক    ৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পি.এম.
মুর্শিদাবাদে ‘প্রস্তাবিত বাবরি মসজিদ’-এর তহবিলে ১১টি ট্রাঙ্ক ভর্তি নগদ টাকা-ছবি: সংগৃহীত

মুর্শিদাবাদে ‘প্রস্তাবিত বাবরি মসজিদ’-এর তহবিলে জমা অর্থ চমক সৃষ্টি করেছে। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের দাবি, তাঁর রেজিনগরের বাড়িতে ১১টি ট্রাঙ্ক ভর্তি নগদ টাকা জমা পড়েছে। অর্থ গণনার জন্য বিশেষভাবে টাকা গোনার মেশিন এবং ৩০ জন কর্মী আনা হয়েছে।

হুমায়ুন জানান, শুধু QR কোড স্ক্যানের মাধ্যমে তহবিলে জমা পড়েছে ৯৩ লক্ষ টাকা। শনিবার তিনি মুর্শিদাবাদে মসজিদের শিলান্যাস করেন এবং রবিবার নিজ হাতে নির্মাণস্থলে ইট ধরেন।

তিনি দাবি করেন, মুর্শিদাবাদের পাশাপাশি বীরভূম ও মালদা থেকেও মসজিদ তৈরির প্রস্তাব এসেছে। রামপুরহাট, সিউড়ি ও মালদার মানুষ তার সঙ্গে যোগাযোগ করেছেন।

রাজনৈতিক দিক থেকে হুমায়ুন জানান, তার নতুন দলের সঙ্গে AIMIM-এর জোট হবে। এছাড়া বামফ্রন্ট, কংগ্রেস ও ISF চাইলে অংশগ্রহণ করতে পারবে। তবে AIMIM-এর মুখপাত্র পাল্টা মন্তব্য করেন, হুমায়ুন শুভেন্দু অধিকারীর দলের ‘কোর মেম্বার’।

তৃণমূল তাকে সাসপেন্ড করার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দেন, পরে ভোটারদের আপত্তির কারণে সিদ্ধান্ত পরিবর্তন করে বলেন, ইস্তফা দিচ্ছি না। এই ইউ-টার্ন নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
সুনামি সতর্কতা জারি জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড
কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড