আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বাংলাদেশ কনসার্ট ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ নিশ্চিত হয়েছে। কনসার্টটি ১৩ ডিসেম্বর পূর্বাচল নতুন শহরের চাইনিজ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
এক সংবাদ বিজ্ঞপতিতে আয়োজক মেইন স্টেজ ইনক জানিয়েছে, নির্দিষ্ট তারিখেই তাদের কনসার্টটি অনুষ্ঠিত হবে। এর জন্য ভেন্যু নির্ধারিত হয়েছে পূর্বাচল নতুন শহরের চাইনিজ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।
আয়োজক প্রতিষ্ঠানটির মুখপাত্র মেহরীন মৌরী রিসালাত জানান, সব প্রস্তুতি প্রায় শেষের পথে। সেই সঙ্গে দর্শকদের উদ্দেশে একটি সুখবরও জানিয়েছেন। কনসার্ট আয়োজনের ব্যয় বেশি হলেও দর্শকের সুবিধার্থে টিকিট মূল্য ৪০ শতাংশ কমিয়েছেন আয়োজকরা।
শুধু তাই নয়, দর্শকদের যাতায়াত সহজ করতে বিআরটিসির ফ্রি শাটল সার্ভিসের ঘোষণা দিয়েছে আয়োজকরা। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত পয়েন্ট (কুড়িল বিশ্বরোড) থেকে ভেন্যু (পূর্বাচল) বাস চলবে এবং কনসার্ট শেষে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত ফেরার ব্যবস্থাও থাকবে।
কনসার্ট ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায় বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে কনসার্টের পুরো ভেন্যুতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
কনসার্টে আতিফ আসলামের সঙ্গে মঞ্চ মাতাবেন দেশীয় ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারস এবং কয়েকজন ফোক শিল্পী। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পুরো ভেন্যুতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/জা







