• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৬ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে হ্যান্ডসেট

মোবাইল ফোন বৈধ কিনা চেক করবেন যেভাবে

ভিওডি বাংলা ডেস্ক    ৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পি.এম.
বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন। সংগৃহীত ছবি

দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বস্ত করে বলেছে, বর্তমানে ব্যবহৃত কিংবা ১৬ ডিসেম্বরের আগে কেনা কোনো মোবাইল ফোনই বন্ধ হবে না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, নতুন এ ব্যবস্থায় কেবল অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানিকৃত মোবাইল ফোনই নেটওয়ার্কে যুক্ত হতে পারবে। অবৈধ, চোরাচালানকৃত বা ক্লোন আইএমইআইসংবলিত হ্যান্ডসেট নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না। মূলত এসব অবৈধ ডিভাইস বন্ধ করতেই এনইআইআর (NEIR) ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে।

নতুন ফোন কেনার আগে যেসব বিষয় নিশ্চিত করবেন

১৬ ডিসেম্বর থেকে যেকোনো দোকান, অনলাইন প্ল্যাটফর্ম বা ই-কমার্স সাইট থেকে মোবাইল কেনার আগে তার বৈধতা অবশ্যই যাচাই করতে হবে। ফোনটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর ব্যবস্থায় নিবন্ধিত হয়ে যাবে। পাশাপাশি কেনার রসিদ সংরক্ষণ করতে বলা হয়েছে।

ফোনটি বৈধ কিনা যাচাই করবেন যেভাবে

ধাপ–১: মেসেজ অপশনে গিয়ে লিখুন—
KYD<স্পেস> আইএমইআই নম্বর
উদাহরণ:
KYD 123456789012345

ধাপ–২: বার্তাটি পাঠিয়ে দিন ১৬০০২ নম্বরে।

ধাপ–৩: ফিরতি বার্তায় ফোনের বৈধতার তথ্য পাওয়া যাবে।

বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া ফোন

বিদেশ থেকে বৈধভাবে কেনা বা উপহার পাওয়া মোবাইল প্রথমে নেটওয়ার্কে সচল থাকবে। এরপর এসএমএসের মাধ্যমে জানানো হবে—৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে কেবল বৈধ ফোনই স্থায়ীভাবে নেটওয়ার্কে সচল থাকবে।

নিবন্ধনের পদ্ধতি

১. neir.btrc.gov.bd ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
২. ‘Special Registration’ সেকশনে গিয়ে আইএমইআই নম্বর দিন।
৩. পাসপোর্ট-সংক্রান্ত তথ্য, ভিসা/ইমিগ্রেশন সিল, ক্রয় রসিদসহ প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান/ছবি আপলোড করুন।
৪. তথ্য সঠিক হলে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে; অবৈধ হলে এসএমএসের মাধ্যমে জানিয়ে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

যে নথিগুলো লাগবে

বিদেশ থেকে কেনা ফোনের ক্ষেত্রে:

  • পাসপোর্টের তথ্য পাতা
  • ইমিগ্রেশনের আগমনের সিলসহ পাতা
  • ক্রয় রসিদের স্ক্যান/ছবি
  • একটির বেশি ফোন হলে কাস্টমস শুল্ক পরিশোধের প্রমাণপত্র

উপহারপ্রাপ্ত ফোনের ক্ষেত্রে:

  • পাসপোর্টের তথ্য পাতা
  • ইমিগ্রেশনের আগমনের সিল
  • একটির বেশি হলে কাস্টমস শুল্ক পরিশোধের প্রমাণ
  • ক্রয় রসিদ
  • উপহারদাতার প্রত্যয়নপত্র

 

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিলিয়ন সিট উঁচু হয় কেন?
পিলিয়ন সিট উঁচু হয় কেন?
৩ ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার
৩ ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার
১০টি ভুল যা বারবার নষ্ট করে আপনার ফোনের চার্জার
১০টি ভুল যা বারবার নষ্ট করে আপনার ফোনের চার্জার