• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইএমএফ পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক    ৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পি.এম.
পাকিস্তান, আইএমএফ, ঋণ, অর্থনৈতিক সংস্কার, বৈদেশিক রিজার্ভ-ছবি: সংগৃহীত

বৈদেশিক রিজার্ভ সংকটে থাকা পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ প্রদান করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আইএমএফের নির্বাহী বোর্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাহী বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি দ্বিতীয় দফায় পর্যালোচনা করার পর দেশটিকে ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১০০ কোটি ডলার সাধারণ অর্থনৈতিক কার্যক্রমে এবং বাকি ২০ কোটি ডলার জলবায়ু সংক্রান্ত দুর্যোগ মোকাবিলা ও অবকাঠামো নির্মাণে ব্যয় হবে।” 

এর আগে ২০২৪ সালে পাকিস্তানকে দুই দফায় মোট ৩৩০ কোটি ডলার ঋণ দেওয়া হয়েছিল। এই ঋণ ৩৭ মাসের কিস্তিতে পরিশোধ করতে হবে ইসলামাবাদকে। নতুন ১২০ কোটি ডলার যুক্ত হওয়ায় দেশটির মোট ঋণ বেড়ে দাঁড়াল ৪৫০ কোটি ডলারে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আইএমএফের ঋণ অনুমোদনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, “ঋণ মঞ্জুর প্রমাণ করছে পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার সঠিক পথে আছে।” এছাড়া, কেন্দ্রীয় অর্থমন্ত্রী মুহম্মদ আওরঙ্গজেবের অক্লান্ত পরিশ্রমকে বিশেষভাবে প্রশংসা করেছেন।

২০২৪ ও ২০২৫ সালের প্রবল বর্ষণ ও বন্যার ফলে পাকিস্তানে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। আইএমএফের বিবৃতিতে বলা হয়েছে, “প্রাকৃতিক দুর্যোগের পরেও পাকিস্তান রিজার্ভ বৃদ্ধিতে মনোযোগ হারায়নি। বর্তমানে দেশটির ডলারের রিজার্ভ ১ হাজার ৪৫০ কোটি ডলার এবং ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।”

ঋণের কিস্তি অনুমোদনে এই রিজার্ভ বৃদ্ধিই মূল নিয়ামক হিসেবে কাজ করেছে।

সূত্র: এএফপি, জিও নিউজ

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
নিপাহ ভাইরাসের ঝুঁকি: বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন
ডোনাল্ড ট্রাম্প: ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন