আফগান সীমান্তে পাকিস্তানি সেনা চৌকিতে হামলা, নিহত ৬

পাকিস্তানের আফগান সীমান্তে একটি সেনা চৌকিতে হামলা ঘটেছে, যাতে অন্তত ৬ জন সেনা নিহত হয়েছেন। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে অনুমান করা হচ্ছে, এ হামলার জন্য দায়ী হতে পারে পাকিস্তানের কট্টর ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুর্রম জেলায়। এ প্রদেশে দীর্ঘদিন ধরেই টিটিপি সক্রিয় রয়েছে এবং প্রায়শই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
গত অক্টোবর, আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের বিমানহানা ও সীমান্ত সংঘর্ষের পরে দুই দেশ সীমান্তে সংঘর্ষবিরতি কার্যকর করতে আলোচনা চালিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে আফগানিস্তানের মাটিতে সক্রিয় জঙ্গি গোষ্ঠীর ওপর নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি তোলা হয়েছে।
জবাবে পাক ফৌজের বিরুদ্ধে আফগানিস্তানের সীমান্ত লঙ্ঘন এবং বিমানহামলার অভিযোগ তুলেছে তালেবান সরকার। কাবুলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, টিটিপির উপর তাঁদের কোনও নিয়ন্ত্রণ নেই।
পাকিস্তানে হিংসাত্মক কার্যকলাপ চালানোর জন্য এই বিদ্রোহী গোষ্ঠী আফগানিস্তানের মাটিকে ব্যবহার করছে পরে বার বার অভিযোগ তুলেছে পাকিস্তান। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কাবুল।
আফগানিস্তানের তালেবান সরকার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। বস্তুত, গত শুক্রবার রাতেও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গুলিবর্ষণ হয়েছে। তাতে অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছিল।
গত শুক্রবারও পাকিস্তান-আফগান সীমান্তে গুলিবর্ষণ ঘটেছিল, যাতে অন্তত ৫ জন নিহত হয়েছেন।
সূত্র: রয়টার্স
ভিওডি বাংলা/জা







