টাঙ্গাইলে সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলের কালিহাতীর স্থানীয় সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর হোসেনকে এক নারীকে দিয়ে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় গ্রেপ্তার ও গ্রেপ্তারকালীন শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেস্বর) দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে কালিহাতী প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচিতে জেলার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও নানা শ্রোণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার সোহেল তালুকদার, এখন টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি কাউসার আহমেদ, কালিহাতী প্র্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন,বাসাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এনায়েত করিম বিজয়,গ্রেপতারকৃত সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের স্ত্রীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
সাংবাদিক জাহাঙ্গীরের স্ত্রী বলেন,পুলিশ এসে আমাদের বাড়ীতে ভাংচুর করে। বাড়ির ভিতরে ঢুকে মারধর করে। এসময় তার দাদী বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় মামলার চক্রান্ত কারী তোফাজ্জল হোসেন তুহিন ও তার লোক জন বাহিরে আবস্থান করছিল। তাদের খুশি করতে পুলিশ আমাদের সাথে অমানবিক আচরণ করে।
মানববন্ধনের বক্তারা বলেন, ওই নারী ও এক প্রভাবশালীর বিরুদ্ধে নিউজ করায় তারা মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করে। পুলিশ প্রভাবিত হয়ে মধ্যে রাতে বাড়িঘর ভাংচুর করে জাহাঙ্গীরকে অন্যায় ভাবে শারীরিক নির্যাতন করে। যা আইন পরিপন্থী। জাহাঙ্গীরকে গ্রেপ্তারের প্রক্রিয়ায় পুলিশের আচরণ সন্দেহ জনক বিধায় দায়ি পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। এসময় বক্তারা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও জাহাঙ্গীরের অনতবিলম্বে মুক্তির দাবি জানান।
মানববন্ধন শেষে সাংবাদিকরা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ভিওডি বাংলা/ এমএইচ







