টেল-এন্ডার হয়েও ছক্কার রেকর্ডে সবাইকে ছাড়ালেন রনি

লাল বলে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি আসর শেষ হচ্ছে আজ (মঙ্গলবার)। চ্যাম্পিয়ন দলের নাম জানতে অপেক্ষা আর কয়েক ঘণ্টার। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে আলোচনায় আছেন পেস অলরাউন্ডার আবু হায়দার রনি। মাত্র ৭ ইনিংসে ব্যাট করে তিনি মেরেছেন সর্বোচ্চ ৩২টি ছক্কা—যার কাছে-পিঠে আর কেউ নেই।
ময়মনসিংহ বিভাগের হয়ে টেল-এন্ড ব্যাটার হিসেবে নেমে ফিনিশারের ভূমিকা পালন করেন রনি। কিন্তু তার ছক্কার দাপটে পেছনে পড়ে গেছেন অনেক বিশেষজ্ঞ ব্যাটারও। এবারের চারদিনের এনসিএলে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ১৩টি মেরেছেন জিয়াউর রহমান। সৌম্য সরকারের ছক্কা ১২টি। বাকিদের কেউই ছক্কার দৌড়ে দুই অঙ্ক ছুঁতে পারেননি।
রনির ছক্কা–ঝড়ের সবচেয়ে বড় নজির সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়া সপ্তম ও শেষ রাউন্ডে। রাজশাহীর বিপক্ষে তিনি ১২৭ বলে ১০ চার ও ১৩ ছক্কায় ১৪১ রানের ঝোড়ো অপরাজিত ইনিংস খেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে রনির চেয়ে বেশি ছক্কা আছে মাত্র দুজনের—২০১৪ এনসিএলে মুক্তার আলির ১৬টি এবং ২০১২ সালের বিসিএলে জিয়াউর রহমানের ১৫টি।
পুরো লিগ খেলতে না পারলেও ছক্কায় সেরা হয়েছেন রনি। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে হংকং সিক্সেস ও এশিয়া কাপ রাইজিং স্টারস খেলতে যাওয়ায় এনসিএলে তার ইনিংস দাঁড়ায় মাত্র ৭-এ। তাতেই ৩২ ছক্কা। সব মিলিয়ে তিনি ১০৫.২৫ গড়ে ও ১১৬.৯৪ স্ট্রাইক রেটে করেছেন ৪২১ রান, যার মধ্যে বাউন্ডারি থেকেই এসেছে ৩১৬ রান।
প্রথমবারের মতো এনসিএলে অংশ নিয়ে ময়মনসিংহ বিভাগ আসর শেষ করেছে পয়েন্ট টেবিলের তিনে। ৭ ম্যাচে ২ জয়, ১ হার ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ৮। রনি সেঞ্চুরি করা ম্যাচটি অবশ্য জিততে পারেনি দলটি—রাজশাহীর ৪২৮ রানের জবাবে তারা গুটিয়ে যায় ২৮১ রানে। অন্যদিকে, শীর্ষ দুই দল সিলেট ও রংপুরের পয়েন্ট সমান ৯।
ভিওডি বাংলা/ আরিফ







