• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক    ৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা থেকে দক্ষিণ সুদানে গেছেন বাংলাদেশ নৌবাহিনীর একটি নতুন শান্তিরক্ষী দল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদানে (ইউএনএমআইএসএস) অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের একটি কন্টিনজেন্ট মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
 
এই কন্টিনজেন্টটি ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১০’ এর প্রতিস্থাপক হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করবে। এছাড়াও, আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ দ্বিতীয় গ্রুপে আরও ৩৯ জন নৌসদস্য বর্ণিত শান্তিরক্ষী মিশনে যোগদান করবেন। 

জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দক্ষিণ সুদানে নিয়োজিত রয়েছে। সুদানের প্রত্যন্ত এলাকায় নিত্য প্রয়োজনীয় জ্বালানী, খাদ্য সামগ্রী, ঔষধপত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচলের নিশ্চয়তা বিধান, নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণে স্থানীয় জনগণকে সহায়তা প্রদান করছে। 

এছাড়াও, বার্জসমূহে কর্মরত বেসামরিক নাবিকগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং মিশনে নিয়োজিত সদস্যদের প্রয়োজনীয় রসদ সামগ্রী দুর্গম স্থানে পরিবহণে নিয়মিত কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গত তিন দশকেরও বেশি সময় ধরে নৌবাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে চলেছে। সেই সাথে আহত সামরিক-অসামরিক ব্যক্তিদের উদ্ধার ও জরুরি চিকিৎসা সেবা প্রদানসহ ডুবুরি সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 

দক্ষিণ সুদানের পাশাপাশি লেবাননের ভূমধ্যসাগরে জাতিসংঘ মিশনে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সংগ্রাম’ দায়িত্ব পালন করছে। যা উপমহাদেশ থেকে একমাত্র মেরিটাইম টাস্কফোর্স হিসেবে সেখানে নিয়োজিত।

আইএসপিআর আরও জানায়, দক্ষিণ সুদানে নীল নদ পাড়ি দিয়ে ইতোমধ্যে ১ হাজার ৩১১ কিলোমিটার পথ অতিক্রম করে ৭১টি সফল লজিস্টিক অপারেশন (অপারেশন লাইফ লাইন) সম্পন্ন করা হয়েছে।

শান্তিরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর এই অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
সুনামি সতর্কতা জারি জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড
কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড
এবার ফ্যাক্ট-চেকারদের ভিসা নিয়ে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের
এবার ফ্যাক্ট-চেকারদের ভিসা নিয়ে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের