• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বরগুনায় ১৪৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক

বরগুনা প্রতিনিধি    ৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বরগুনার তালতলীতে ১৪৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এর সামনে তালতলী–আমতলী আঞ্চলিক সড়কে নিয়মিত চেকপোস্ট চলাকালীন সময়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, হুমায়ুন কবির বরগুনা সদর উপজেলার পরিরখাল এলাকার মৃত মান্নান হাওলাদারের ছেলে ও খুকুমনি তালতলী উপজেলার মোমেশে পাড়া এলাকার শাহ আলমের স্ত্রী।

নৌবাহিনী জানায়, উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এর সামনে তালতলী–আমতলী আঞ্চলিক সড়কে নিয়মিত চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন অবস্থায় হুমায়ুন কবির ও খুকুমনিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি ব্যাগে ১,৪৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদকের কাজে ব্যবহারিত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জ-১ জামায়াত প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ১০
সিরাজগঞ্জ-১ জামায়াত প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ১০
বর্ণাঢ্য আয়োজনে পাবনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
বর্ণাঢ্য আয়োজনে পাবনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের