• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক    ৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পি.এম.
লিওনার্দো ডিক্যাপ্রিওর-ছবি: সংগৃহীত

হলিউডের ‘পার্টি অব দ্য ইয়ার’ হিসেবে পরিচিত গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর বসবে ২০২৬ সালে। মনোনয়ন তালিকায় চমক দেখিয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিওর নতুন সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

ছবিটি নয়টি মনোনয়ন নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে। ডিক্যাপ্রিও কমেডি ও মিউজিক বিভাগে সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন। ২০১৬ সালে তিনি ‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছিলেন।

দমবন্ধ করা রাজনৈতিক সহিংসতার মধ্য দিয়ে মানুষের জীবনের ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরা এই সিনেমা দর্শক এবং সমালোচকদের কাছেই প্রশংসিত হয়েছে। ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ এবং ‘সিনার্স’ ছবিগুলো যথাক্রমে আট এবং সাতটি মনোনয়ন পেয়েছে।

দমবন্ধ করা রাজনৈতিক সহিংসতার মধ্য দিয়ে মানুষ জীবনের ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরা এই সিনেমা দর্শক এবং সমালোচকদের কাছে সমানভাবে প্রশংসা পেয়েছে। এর পরই রয়েছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ এবং ‘সিনার্স’ সিনেমা। ছবি দুটো পেয়েছে যথাক্রমে আট এবং সাতটি মনোনয়ন।

নাটকীয় এবং সংগীত/কৌতুক বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার দেয়া হয়। এসব সিনেমা নিজেদের নিজ নিজ বিভাগের প্রধান পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সেরা সিনেমা হিসেবে সংগীত বা কৌতুক বিভাগের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ‘ব্লু মুন’, ‘বুগোনিয়া’, ‘মার্টি সুপ্রিম’, ‘নো আদার চয়েস’ এবং ‘নুভেল ভ্যাগ’র সঙ্গে।
 
অন্যদিকে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ এবং ‘সিনার্স’ সেরা ড্রামা বিভাগের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ‘ফ্র্যাংকেনস্টাইন’, ‘হ্যামনেট’, ‘ইট ওয়াজ জাস্ট এন অ্যাকসিডেন্ট’ এবং ‘দ্য সিক্রেট এজেন্ট’র সঙ্গে।

টেলিভিশন ধারাবাহিক বিভাগের প্রতিযোগিতা আরও উত্তেজনাপূর্ণ। বিলাসবহুল থাইল্যান্ডের এক রিসর্টকে কেন্দ্র করে নির্মিত ব্যঙ্গাত্মক সিরিজ ‘হোয়াইট লটাস’ এবং একটানা শটে নির্মিত অপরাধ তদন্তধর্মী সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ যথাক্রমে ছয় এবং পাঁচটি মনোনয়ন নিয়ে এগিয়ে রয়েছে। এরপর রয়েছে ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ এবং ‘সেভারেন্স’। প্রত্যেকটি চারটি মনোনয়ন নিয়ে লড়ছে।।

বিতরণকারীদের মধ্যে এবারও এগিয়ে রয়েছে নেটফ্লিক্স। চলচ্চিত্র এবং টেলিভিশন মিলিয়ে মোট পঁয়ত্রিশটি মনোনয়ন পেয়েছে প্রতিষ্ঠানটি। এর পরেই রয়েছে ওয়ার্নার ব্রাদার্স এবং এইচবিও। দুটি প্রতিষ্ঠান মোট একত্রিশটি মনোনয়ন পেয়েছে।
 
আগামী বছরের জানুয়ারি মাসে ‘গোল্ডেন গ্লোব ২০২৬’ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে।

মনোনয়নের সম্পূর্ণ তালিকা-
ড্রামা বিভাবে সেরা ছবি
ফ্র্যাংকেনস্টাইন, হ্যামনেট, ইট ওয়াজ জাস্ট এন অ্যাকসিডেন্ট, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স

বিতরণকারী প্রতিষ্ঠান:
নেটফ্লিক্স চলচ্চিত্র ও টেলিভিশনে মোট ৩৫টি মনোনয়ন নিয়ে শীর্ষে, তারপরে ওয়ার্নার ব্রাদার্স ও এইচবিও একত্রে ৩১টি মনোনয়ন।

এবার প্রথমবারের মতো পডকাস্টকেও সম্মাননা দেওয়া হবে।
গোল্ডেন গ্লোব ২০২৬ অনুষ্ঠান আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন রূপে ফিরছেন চিত্র চিত্রনায়িকা
নতুন রূপে ফিরছেন চিত্র চিত্রনায়িকা
শোবিজ তারকাদের বিদেশ গমনের কারণ জানালেন মিশা
শোবিজ তারকাদের বিদেশ গমনের কারণ জানালেন মিশা
কৌতূহলের কেন্দ্রে কেয়া পায়েলের বিয়ে
কৌতূহলের কেন্দ্রে কেয়া পায়েলের বিয়ে