• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক    ৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাদের ভয় দেখানোর প্রচেষ্টা চালানো হয়। এই ভয় বাংলাদেশ থেকে দেখানো হয় না, লন্ডন থেকে দেখায়। আমরা কি অনলাইনে কাউকে ভয় পাই? বাস্তবেই কাউকে ভয় পাই না, তারা আবার অনলাইনে ভয় দেখায়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পরিবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় প্রতিনিধি সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে বিশৃঙ্খল পরিস্থিতি আপনারা দেখেছেন, তাদের ব্যর্থতার কারণেই ১/১১ এর একটি সরকার বাংলাদেশে এসেছিল। সেই ১/১১ এর সরকারের মধ্যদিয়ে ১৫ বছর বাংলাদেশে কোনো তরুণ ছিল না, যাদের ওপর জেল-জুলুম নির্যাতন নেমে আসে নাই।

এনসিপির ‍মুখ্য সমন্বয়ক আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী ক্যান্টনমেন্ট বৈঠকে দুর্নীতির মাস্টারমাইন্ডের মাথায় আওয়ামী বুদ্ধিপনা মাথায় চড়ে বসে। বিএনপি জামায়াত ক্যান্টনমেন্টে ছিল। জামায়াতের অন্তরে আওয়ামী প্রেম বিস্তার করে। একটি বিপ্লবী সরকার গঠন করতে পারলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হতো না।

বিএনপি ও জামায়াতের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘২০০১ থেকে ২০০৬ পর্যন্ত জামায়াতে ইসলামীসহ সবাই প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি করেছেন। আর এখন নতুন করে প্লাটফর্ম লাগিয়েছেন তুমি ইসলাম নিয়ে অর্ধেক, আর আমি অর্ধেক। আগে হলো এক প্লেটে বসে খাইতো, এখন প্লেট ভাগ হয়েছে, কিন্তু এক পাতিলের তরকারি। জামায়াতে ইসলামী দুর্নীতির জন্য সমান দোষে দোষী।

বিএনপিকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল। এখন নতুন করে চেতনার ব্যবসা হাজির হয়েছে আমাদের সামনে। বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিক্স হয় না।’
 
জামায়াতের সমালোচনা করে এনসিপি নেতা বলেন, ‘জামায়াত ইসলাম ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করতে চায়। তারা অতীতে ধান প্রতীকে নির্বাচন করেছিল। জামায়াতে ইসলামীর এখন পাকনা গজাইছে। জনগণকে বিভ্রান্ত করতে চায় তারা।’
 
তিনি আরও বলেন, ‘তারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে। মিষ্টি কথার আড়ালে কী আছে সেটা তো আল্লাহ জানে। যদি রাজনীতি করতে চান তাহলে সোজা পথে আসুন।’
 
এসসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘বাংলাদেশে মুক্তিযোদ্ধ ও ধর্মের কার্ডখেলার রাজনীতি চলবে না। রাজনীতি চলবে সংস্কার আর অধিকার আদায়ের। কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজদের ঠাঁই হবে না। এনসিপির তরুণ যারা আছেন তাদের হাত ধরে ব্যালট রেভ্যুলেশন হবে। আগামী দুই একদিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রার্থিতা ঘোষণা করবে এনসিপি।’
 
জাতীয় নাগরিক পার্টি ধর্ম বিক্রির রাজনীতি করতে চায় না জানিয়ে তিনি বলেন, ‘মরে যাব, তবুও আত্মমর্যাদার প্রশ্নে একবিন্দু ছাড় দেব না। গণঅভ্যুত্থানের সৈনিকরা শাপল কলি নিয়ে দাপিয়ে বেড়াবে। এই নির্বাচনে শাপলা কলি ফুটাতে হবে।’


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলগাঁওয়ে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের নির্বাচনী মিছিলে জনতার ঢল
খিলগাঁওয়ে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের নির্বাচনী মিছিলে জনতার ঢল
নির্বাচনে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ: নজরুল ইসলাম খান
নির্বাচনে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ: নজরুল ইসলাম খান
দুর্নীতিবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি: তারেক রহমান
দুর্নীতিবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি: তারেক রহমান