• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নড়বড়ে রিয়ালে একের পর এক ইনজুরির ধাক্কা

স্পোর্টস ডেস্ক    ৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পি.এম.
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কায় পড়েছে রিয়াল মাদ্রিদ। সংগৃহীত ছবি

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কায় পড়েছে রিয়াল মাদ্রিদ। প্রাক্-ম্যাচ অনুশীলনে দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে সতীর্থদের সঙ্গে শুরু থেকে অংশ নিতে পারেননি। এতে ম্যাচে তার থাকা-না থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ক্লাব সূত্র জানায়, ভাঙা আঙুলের পাশাপাশি বাঁ পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করছেন এমবাপ্পে। এসব কারণে তিনি পূর্ণমাত্রায় অনুশীলন করতে পারেননি। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে তার শারীরিক অবস্থা মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, চোটের কারণে এদুয়ার্দো কামাভিঙ্গাকেও দেখা যায়নি অনুশীলনে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোড়ালিতে পাওয়া ইনজুরির পর থেকেই তিনি মাঠের বাইরে আছেন।

রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে নিশ্চিতভাবে পাচ্ছে না আরও সাতজন খেলোয়াড়কে—কারভাহাল, ট্রেন্ট, হুইসেন, মিলিতাও, আলাবা, মেন্ডি ও কামাভিঙ্গা। ফলে দল নির্বাচনে বড় সংকটে পড়েছেন কোচ জাভি আলোনসো।

ইনজুরি পরিস্থিতি সামাল দিতে যুব দল থেকে তিন খেলোয়াড়—ভ্যালদেপেনিয়াস, হোয়ান মার্টিনেজ ও সেসতেরো—কে দলে ডেকেছেন তিনি। তাদের মধ্যে অন্তত একজন সিটির বিপক্ষে ম্যাচে সুযোগ পেতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

ক্লাবের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, “এমবাপ্পে এখনও বড় অনিশ্চয়তায় আছে। খেললেও সে পুরোপুরি ফিট থাকবে না।” এমন অবস্থায় তাকে দলে রাখা হলে ম্যাচ পরিকল্পনায় ঝুঁকি বাড়বে বলে শঙ্কা কোচিং স্টাফের। তবে ম্যাচের গুরুত্ব বিবেচনায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাইছে রিয়াল।

সব মিলিয়ে, ইনজুরিতে জর্জরিত দল নিয়ে মৌসুমের অন্যতম কঠিন লড়াইয়ের আগে দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ শিবির। এখন প্রশ্ন একটাই—এমবাপ্পে কি নামবেন, নাকি বেঞ্চ থেকেই দেখতে হবে বড় ম্যাচ?

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে
৪২ বলের ২৪ ডট—দারুণ ছন্দে মুস্তাফিজ
৪২ বলের ২৪ ডট—দারুণ ছন্দে মুস্তাফিজ