• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক: শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১০ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ এ.এম.
ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-ছবি-ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশের গণতন্ত্রের প্রতীক ও গণমানুষের মা হিসেবে উল্লেখ করেছেন দলের নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

গতকাল ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, “খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্রের প্রতীক। আজ সারাদেশে মসজিদ-মাদরাসাসহ বিভিন্ন ধর্মীয় স্থানে তার সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে-এটা প্রমাণ করে তিনি গণমানুষের মা।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর সংগঠনে শূন্যতা তৈরি হয়েছিল। তখন বেগম খালেদা জিয়া গৃহবধূ ছিলেন। অনেকেই সন্দেহ করেছিলেন তিনি পারবেন কিনা। কিন্তু দলের স্বার্থে দায়িত্ব নিয়ে আশির দশকে আপসহীন নেতৃত্বের মাধ্যমে বিএনপিকে গণমানুষের দলে পরিণত করেন।”

২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে শ্যামল বলেন, “তখনও তিনি জানতেন দেশে ফিরলে কারাভোগ করতে হতে পারে। তারপরও দেশের কথা ভেবে তিনি ফিরে আসেন।”

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার প্রিন্সিপাল ও জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪