• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি    ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ এ.এম.
তেঁতুলিয়ায় শীত-সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি -ছবি-ভিওডি বাংলা

পঞ্চগড়ে টানা পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগও আরও বেড়েছে। রাস্তাঘাট ও গ্রামাঞ্চলে অনেকেই বাড়ির সামনে বা চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে কাজের মাঠে-ঘাটে বের হওয়া আরও কঠিন হয়ে পড়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ভোরে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার পর সূর্য উঠলেও সেই রোদে তেমন উষ্ণতা মেলেনি।

এর আগের দিন মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়। তখন আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (৮ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। সেদিনও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি।

রোববার (৭ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯৯ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ২৬ দশমিক ৭ ডিগ্রি।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২৬ দশমিক ৫ ডিগ্রি।

টানা কয়েক দিন ধরে দিনের-রাতের তাপমাত্রার এমন পার্থক্য শীতের প্রকোপ আরও বাড়িয়ে তুলেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে অবস্থান করছে। সামনে তাপমাত্রা আরও কমতে পারে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই
খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক: শ্যামল
খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক: শ্যামল
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪