যে আসন থেকে লড়ছেন নাহিদ, সারজিস ও হাসনাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাংলামটরের অস্থায়ী কার্যালয়ে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
তালিকা অনুযায়ী, ঢাকা-১১ আসন থেকে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, পঞ্চগড়-১ থেকে লড়বেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং কুমিল্লা-৪ থেকে লড়বেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করার কথা জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব ওমিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা উপলক্ষে আগামীকাল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১০টায় বাংলামটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
ভিওডি বাংলা/জা







