• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তফসিলের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত নাসির উদ্দিনের

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে রওনা হন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা।

বুধবার বেলা ১১টায় কমিশনের পাঁচ সদস্য বৈঠকে বসেন। ১১টা ৪০ মিনিটে তারা নির্বাচন ভবন থেকে রওনা হয়ে সোয়া ১২টার পর বঙ্গভবনে পৌঁছান।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে সব প্রস্তুতি সম্পর্কে অবহিত করে। এরপর সিইসি বিটিভি ও বেতারে ভাষণ দিয়ে ভোটের তফসিল ঘোষণা করবেন।

বিকালে আগারগাঁওয়ে সিইসির ভাষণ রেকর্ড হবে। সন্ধ্যা বা বৃহস্পতিবারের মধ্যে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের জন্য ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ নির্ধারণ করা হবে। ভোট সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন, বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ভোটের তারিখ তফসিলে উল্লেখ থাকবে। গণভোটে শুধুমাত্র ভোটের তারিখ জানানো হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবার পোস্টাল ভোটিং ব্যবস্থা যুক্ত হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশিরা গণভোটে ভোট দিতে পারবেন।

ইসির সদস্যরা ইতোমধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন।

নির্বাচন কমিশনের পাঁচ সদস্য হলেন- চিফ ইলেকশন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

ভোটের ট্রেন এখন প্ল্যাটফর্মে, শুধু হুইসেলের অপেক্ষা। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী যাত্রা শুরু হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর
৬ রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর
বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন
বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন
পুলিশে বড় রদবদল
পুলিশে বড় রদবদল