এনসিপির মনোনয়ন পেলেন জুলাই আন্দোলনের আহত খোকন বর্মন

জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে মুখ বিকৃত হয়ে যাওয়া সেই খোকন চন্দ্র বর্মনকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি শেরপুর-২ আসন থেকে এনসিপির হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে ১২৫ আসনের প্রথম ধাপের মনোনয়ন ঘোষণা করেছে। দলের সদস্য সচিব আখতার হোসেন জানান, শেরপুর-২ আসন থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মন এনসিপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
খোকন চন্দ্র বর্মন জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন। ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে এই হামলায় তার মুখমণ্ডলের অনেক অংশ-ঠোঁট, মাড়ি, নাক এবং তালু-ক্ষতিগ্রস্ত হয় এবং বাম চোখও নষ্ট হয়ে যায়। এছাড়া, তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবেও সাক্ষ্য দিয়েছেন।
ভিওডি বাংলা/জা







