• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়াকে বিদেশ না নিলে তারেক দ্রুত দেশে আসবেন: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি    ১০ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পি.এম.
এ্যানি লক্ষ্মীপুরে ভোট ও দলের পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখলেন-ছবি-ভিওডি বাংলা

বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যদি বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার পরিস্থিতি না হয়, তাহলে তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরে আসবেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ্যানি বলেন, “খালেদা জিয়াকে যদি বিদেশে নিয়ে যেতে হয়, তবে লন্ডনে চিকিৎসা নেওয়ার জন্য ছেলেকে সেখানে থাকতে হবে। আর যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয়, তাহলে তারেক রহমান দুই থেকে চার দিনের মধ্যে দেশে আসবেন।”

তিনি আরও বলেন, “এবার ভোটটা কঠিন, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। আওয়ামী লীগ পালিয়ে গেছে, তারা ভোটের পরিবেশ নিশ্চিত করতে পারেনি। দেশে স্বাভাবিক ভোট হবে। অনেক রাজনৈতিক দল অংশ নেবে। বিএনপি ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে মা-বোনদের পাশে থেকে কাজ করবে, যা সবাই দেখতে পাবেন।”

উঠান বৈঠকে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, নেতা নাসির উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভুঁইয়া উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই
খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক: শ্যামল
খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক: শ্যামল