• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাজিদের জিম্মি প্রথা শূন্যে, হজ ব্যবস্থাপনা আরও স্বচ্ছ হবে

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পি.এম.
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন-ছবি: সংগৃহীত

নাটোরে জেলা মডেল মসজিদ উদ্বোধনকালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, হজ ব্যবস্থাপনাকে সহজ ও স্বচ্ছ করার জন্য সরকার সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, এই ব্যবস্থাপনায় কোনো সিন্ডিকেট আর কাজ করতে পারবে না এবং হাজিদের জিম্মি করার প্রবণতা শূন্যে নামিয়ে আনা হয়েছে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন। বিগত বছর হাজিদের যে অর্থ ফেরত দেওয়া সম্ভব হয়েছিল, এই বছরও তা সম্ভব হবে। আমরা হজকে সেবা ইবাদত হিসেবে নিয়েছি। যারা দুর্নীতি করবে, তাদের আইনের আওতায় আনা হবে।”

তিনি জানান, সরকার হজ ব্যবস্থাপনায় সরাসরি অংশগ্রহণ করবে; বাড়ি ভাড়া করবে এবং হজ পালন এজেন্সির সঙ্গে সরাসরি সমন্বয় করবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের আমেজ শুরু হয়েছে। আমরা আশাবাদী ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক আহমেদ, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন, এএম ইফতেখার মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ১৮ কোটি ৪১ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে জেলা মডেল মসজিদ এবং পরে ১৪ কোটি ৭১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে সদর উপজেলা মডসজিদ উদ্বোধন করেন।
 

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন
বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন
শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হজ প্যাকেজ ঘোষণা
বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হজ প্যাকেজ ঘোষণা