• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ হাসিনাকে ফেরানো

ভারত রাজি না হলে কিছুই করার নেই : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পি.এম.
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে রাজি না হলে বাংলাদেশের কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানেই থাকবেন কিনা, সেই সিদ্ধান্ত একান্তই তার নিজের—এমন মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। তাঁর সেই বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৌহিদ হোসেন বলেন,
“আমরা কী করতে পারি, বলুন? করণীয় তেমন কিছু নেই। ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানোর।’’

তিনি আরও বলেন, “রাজি না হলে আসলে কিছু করার নেই। আমরা কেবল চেষ্টা চালাতে পারি, রাজি করানোর উদ্যোগ নিতে পারি—তার বেশি কিছু নয়।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী নির্বাচন বদলে দেবে জাতির ভাগ্য: ফারুক
আগামী নির্বাচন বদলে দেবে জাতির ভাগ্য: ফারুক
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ
ধাত্রী ভালো হলে জন্ম নেওয়া শিশুও ভালো হয়:  প্রধান উপদেষ্টা
ধাত্রী ভালো হলে জন্ম নেওয়া শিশুও ভালো হয়:  প্রধান উপদেষ্টা