• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নলছিটিতে রাতের অন্ধকারে ছাত্রদল নেতার ওপর দুর্বৃত্তের হামলা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি    ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পি.এম.
নলছিটিতে রাতের অন্ধকারে ছাত্রদল নেতার ওপর দুর্বৃত্তের হামলা । ছবি : সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট এলাকায় ছাত্রদল নেতা মোশাদ মেহেদী শান্ত’র ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে তার মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় হেলমেট ও মাফলার পরিহিত কয়েকজন দুর্বৃত্ত রাতের অন্ধকারে তার ওপর হামলা চালায়। তাদের মুখ ঢাকা থাকায় কাউকে চেনা যায়নি বলে জানান তিনি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শান্ত নলছিটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদারের পুত্র।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুজন খান বলেন, “রাতের অন্ধকারে হেলমেট পরা কিছু সন্ত্রাসী আমাদের সহযোদ্ধার ওপর হামলা চালিয়েছে। আমরা ধারনা করছি, কয়েক দিন আগে মোল্লারহাট এলাকায় নব্য জামাত নামধারী কিছু আওয়ামী লীগের সাথে স্থানীয় বিএনপি'র ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনার জের ধরেই গুপ্ত সংগঠন জামাত-শিবিরের কর্মীরা এ হামলা চালিয়েছে। তাদের এই গুপ্ত রাজনীতি এলাকার রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করছে। আমরা তাদের প্রতি আহ্বান জানাই গুপ্ত রাজনীতি বাদ দিয়ে প্রকাশ্যে জনগণের সামনে রাজনীতি করুক। আমাদের সহযোদ্ধা বর্তমানে হাসপাতালে ভর্তি। তিনি সুস্থ হয়ে ফিরলে আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

হামলার বিষয়ে তার বাবা আব্দুস সালাম হাওলাদার বলেন, “দুই দিন আগে পোস্টার লাগানোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনায় জামায়াত দাবি করে যে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা যারা পোস্টার লাগিয়েছে তারা নব্য জামায়াতের সদস্য। আমার ধারণা, সেই ঘটনার জের ধরেই আমাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হয়েছিল। আমাকে না পেয়ে আমার ছেলের ওপরই হামলা চালিয়েছে তারা।”

সহকর্মী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, এটি পরিকল্পিত হামলা এবং “হেলমেট বাহিনী”র মতো গুপ্ত সংগঠনের কাজ বলে সন্দেহ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/মশিউর রহমান রাসেল/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদোন্নতির দাবিতে সৈয়দপুরে রেল শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
রেলওয়ের সকল ট্রেডে পদোন্নতির দাবিতে সৈয়দপুরে রেল শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
সাতক্ষীরায় শিশু ধর্ষণের অভিযোগ এক বৃদ্ধের বিরুদ্ধে
সাতক্ষীরায় শিশু ধর্ষণের অভিযোগ এক বৃদ্ধের বিরুদ্ধে
১৩ মাস সাজাভোগ শেষে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ জেলে
১৩ মাস সাজাভোগ শেষে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ জেলে