• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগামী নির্বাচন বদলে দেবে জাতির ভাগ্য: ফারুক

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পি.এম.
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান-ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনের মাধ্যমে দেশের ভাগ্য পরিবর্তন ও মানবাধিকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান।

বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা মানবাধিকার থেকে বঞ্চিত ছিলাম। দেশে আইনের শাসন যথাযথভাবে কার্যকর ছিল না। রাষ্ট্র জনগণের অধিকার রক্ষা না করলে মানবাধিকার লঙ্ঘিত হয়।

ফারুক রহমান আরও বলেন, ৫ আগস্টের পর আমরা একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছি-যে নির্বাচনের মাধ্যমে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে। নাগরিকরা যদি সুনাগরিকের দায়িত্ব পালন করে, তাহলে বাংলাদেশ মানবাধিকারের সর্বোচ্চ উদাহরণ হিসেবে বিশ্বে পরিচিত হবে।

আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, কেউ কেউ বলছেন প্রার্থীরা পেশীশক্তির ব্যবহার করবেন। কিন্তু ভোট দেয়া প্রত্যেক নাগরিকের মৌলিক দায়িত্ব। ‘হ্যাঁ’ ভোট বা ‘না’ ভোট-এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আর যাকে ন্যায্য ও যোগ্য মনে হবে, তাকেই ভোট দেওয়া উচিত।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশের ভাগ্য বদলাবে এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আসাদুজ্জামান জুয়েল, নির্বাহী প্রধান একে এম নুরুল আমিন, ন্যাশনাল লেবার পার্টির মুখপাত্র শরীফুল ইসলামসহ অন্যান্যরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ
ধাত্রী ভালো হলে জন্ম নেওয়া শিশুও ভালো হয়:  প্রধান উপদেষ্টা
ধাত্রী ভালো হলে জন্ম নেওয়া শিশুও ভালো হয়:  প্রধান উপদেষ্টা
‘নির্বাচন পাঁচ বছরের, গণভোট শত বছরের’
প্রধান উপদেষ্টা ‘নির্বাচন পাঁচ বছরের, গণভোট শত বছরের’