• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এক রাতে এমবাপ্পের দুই রেকর্ড ভাঙলেন দুই কিশোর তারকা

স্পোর্টস ডেস্ক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পি.এম.
বায়ার্ন মিউনিখের লেনার্ট কার, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, বার্সেলোনার লামিন ইয়ামাল। সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস লিগে এক রাতেই কিলিয়ান এমবাপ্পের দুটি রেকর্ড ভেঙে দিলেন দুই তরুণ তারকা—বার্সেলোনার লামিন ইয়ামাল ও বায়ার্ন মিউনিখের কিশোর প্রতিভা লেনার্ট কার।

স্পোর্টিং লিসবনের বিপক্ষে বায়ার্নের ৩-১ গোলের জয়ে নায়ক ছিলেন ১৭ বছর বয়সী কার। হ্যারি কেইন মাঠে থাকলেও গোলের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠেন এই তরুণ ফরোয়ার্ড। তার গোলে প্রথমে এগিয়ে যায় বায়ার্ন, আর সেই গোলেই গড়েন ইতিহাস—চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে টানা তিন ম্যাচে গোলের রেকর্ড। বয়স মাত্র ১৭ বছর ২৯০ দিন। এতদিন এ রেকর্ডের মালিক ছিলেন এমবাপ্পে (১৮ বছর ১১৩ দিন)।

ইতিহাস লিখেছেন বার্সেলোনার লামিন ইয়ামালও। আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে গোল না পেলেও জুলস কুন্দেকে দিয়ে করানো একটি অ্যাসিস্টেই তিনি ছুঁয়ে ফেলেন আরেকটি বড় অর্জন—চ্যাম্পিয়নস লিগে ১৮ বা তার কম বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি গোলে অবদানের রেকর্ড। এমবাপ্পের ১৩ অবদানকে ছাড়িয়ে ইয়ামালের সংখ্যাটি এখন ১৪—৭ গোল, ৭ অ্যাসিস্ট।

যদিও ম্যাচ শেষে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত শুনতে হয়েছে, তবু রেকর্ডের নিওনে আলোকিত ছিল এই রাত।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খেলোয়াড়দের সুরক্ষায় ফিফার নতুন নিয়ম
খেলোয়াড়দের সুরক্ষায় ফিফার নতুন নিয়ম
আইপিএল নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার
আইপিএল নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব