• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইন্দোনেশিয়ার বন্যায় ধ্বংসস্তূপ সরাতে নামল হাতি

আন্তর্জাতিক ডেস্ক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পি.এম.
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যার ধ্বংসাবশেষ সরানোর কাজে মোতায়েন করা হয়েছে চারটি হাতি-ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১,২০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়েছে এবং রাস্তাঘাট নিশ্চিহ্ন হয়ে গেছে।

ইন্দোনেশিয়ার বেসরকারি সংবাদমাধ্যম কমপাস টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (বিকেএসডিএ) আচেহ প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা সুমাত্রা দ্বীপে চারটি হাতি পাঠিয়েছে। মূলত ওই অঞ্চলে বন্যার কারণে চলাচলের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় এবং ভারী যন্ত্রাংশগুলো মাটিতে চাপা পড়ায় হাতিগুলোকে কাজে লাগানো হচ্ছে।
 
এদিকে, দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়াতে এই ভয়াবহ বন্যায় প্রায় ৩২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাস্তুহারা হয়েছেন আরও ১০ লাখ মানুষ। সাম্প্রতিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাওয়ায়, এসব বাস্তুহারা মানুষদের উত্তর ও পশ্চিম সুমাত্রাসহ আচেহ অঞ্চলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
নিপাহ ভাইরাসের ঝুঁকি: বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন
ডোনাল্ড ট্রাম্প: ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন