• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্নাতকোত্তর পাশ করেও হয়েছেন কৃষক; এখন তিনি কোটিপতি

রাজশাহী ব্যুরো    ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পি.এম.
স্নাতকোত্তর পাশ করেও হয়েছেন কৃষক । ছবি : সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোলায় গ্রামের পরিশ্রমী ও শিক্ষিত কৃষক আমিনুল ইসলাম এখন এলাকায় সফল কৃষক হিসেবে পরিচিত নাম। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করা এবং উকালতি পাশ করা সত্ত্বেও তিনি চাকরি বা আইন পেশায় না গিয়ে বেছে নেন কৃষিকাজ। আর সেই সিদ্ধান্তই আজ তাঁকে নিয়ে গেছে সাফল্যের শিখরে। বলা যায়, কৃষিতেই কোটিপতি আমিনুল। পরিশ্রম ও নিষ্ঠার ফল তিনি নিজেই ঘরে তুলছেন, আর তা দেখেই অনুপ্রাণিত হচ্ছেন আশপাশের তরুণরা।

আমিনুল ইসলামের রয়েছে প্রায় ২০ বিঘা জমিজুড়ে আম, কাঁঠাল, কমলা, মালটা ও পেয়ারা বাগান। ৩০ বিঘা জমিতে রয়েছে পুকুর। মাছ ও ফল চাষে তার দক্ষতা, পরিকল্পনা ও নিয়মিত পরিচর্যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। বিশেষত কাঁঠালের মৌসুমের বাইরে শীতকালেও তার বাগানে কাঁঠাল ধরছে—যা আশেপাশের কৃষকদেরও তাক লাগিয়েছে। গত বছর এক একটি কাঁঠাল তিনি বিক্রি করেছেন ৮ থেকে ৯০০ টাকা দামে। এবারও বাগানের ৪০০ গাছে অন্তত কাঁঠাল এসেছে। এই কাঁঠাল থেকেই তিনি অন্তত ১০ লাখ টাকা আয় করবেন। বাগানের প্রতিটি গাছ তিনি যত্ন করেন সন্তানসুলভ; সার, পানি, পরিচর্যা—যা দরকার সবই তিনি নিয়ম মেনে করে থাকেন।

ফল বাগানের পাশাপাশি তিনি সবজি চাষেও সমান সফল। প্রতি বছর তিনি প্রায় ২০ বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেন। এবছর তিনি ১৬ বিঘা জমিতে রোপন করেছেন উন্নত জাতের বাঁধাকপি। ইতোমধ্যে তিনি প্রায় ১০ লাখ টাকার বাঁধাকপি বিক্রি করেছেন।

কৃষিকাজ শুরু থেকেই আমিনুল ইসলাম বিশ্বাস করতেন—জমি, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা থাকলে কৃষি থেকে লাখপতি হওয়া স্বপ্ন নয়। তাঁর সেই বিশ্বাসই আজ বাস্তবে রূপ নিয়েছে। কৃষি ফসল চাষ করে তিনি বহু আগেই হয়েছেন লাখপতি। এখন তিনি এলাকায় কোটিপতি হিসেবে পরিচিত। নিজের আয়ের টাকায় তিনি নির্মাণ করেছেন একটি দোতলা বাড়ি, কিনেছেন গাড়ি, এবং আলাদাভাবে আরও ১০ বিঘা কৃষিজমি কিনেছেন। প্রায় প্রতিবছরই জমি কেনেন এই সফল কৃষক।

কৃষক আমিনুল বলেন, “আমি চাকরি বা উকালতি না করে কৃষিকাজকে বেছে নিয়েছিলাম ভালোবাসা থেকে। উকালতি করতে দেখলাম সবই মিথ্যা। চাকরি করলে পরের অধিনে থাকতে হবে। তাই বাপ দাদার আমলের কৃষি কাজেই বেছে নিয়েছি। এতে সফলতাও পেয়েছি দু হাত ভরে। এখন মনে হয়, জীবনের সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত ছিল এটা। কৃষিকে আধুনিকভাবে করলে যে কত উন্নতি করা যায়—আমি তার জীবন্ত উদাহরণ।”

তার বাগানে যখন শীতকালে কাঁঠাল ধরে, কিংবা মৌসুমের আগেই মালটা ও কমলা পাকতে শুরু করে—তখন দূরদূরান্ত থেকে কৃষকরা এসে শেখেন তার ব্যবহৃত প্রযুক্তি ও পরিচর্যার কৌশল।

বর্তমানে আমিনুল শুধু নিজের উন্নতিই করছেন না; তিনি স্থানীয় কৃষকদেরও সহায়তা করেন। অনেককে তিনি চারা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আবার কারও জমিতে গিয়ে নিজ হাতে দেখিয়ে দিয়েছেন সঠিক পরিচর্যার পদ্ধতি।

এভাবে শিক্ষিত তরুণ কৃষক আমিনুল ইসলাম দেখিয়ে দিয়েছেন—প্রচলিত ধারনার বাইরে গিয়েও কৃষিকে পেশা হিসেবে বেছে নিলে সফল হওয়া যায়। শীতের কাঁঠাল থেকে শুরু করে লক্ষাধিক টাকার বাঁধাকপি—সব মিলিয়ে তিনি এখন এলাকায় অনুকরণীয় কৃষক। তার সাফল্য প্রমাণ করে, কৃষিই পারে মানুষকে বদলে দিতে, এগিয়ে দিতে এবং স্বপ্নকে বাস্তব করে তুলতে।

ভিওডি বাংলা/মোঃ রমজান আলী/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরায় শিশু ধর্ষণের অভিযোগ এক বৃদ্ধের বিরুদ্ধে
সাতক্ষীরায় শিশু ধর্ষণের অভিযোগ এক বৃদ্ধের বিরুদ্ধে
নলছিটিতে রাতের অন্ধকারে ছাত্রদল নেতার ওপর দুর্বৃত্তের হামলা
নলছিটিতে রাতের অন্ধকারে ছাত্রদল নেতার ওপর দুর্বৃত্তের হামলা
১৩ মাস সাজাভোগ শেষে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ জেলে
১৩ মাস সাজাভোগ শেষে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ জেলে