রিজওয়ানা হাসান
বাস্তব পরিবেশ পরিবর্তন আনতে সময়, প্রচেষ্টা ও স্থিতিশীলতা প্রয়োজন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশের প্রশাসনিক ও আইনগত কাঠামোতে ইতোমধ্যেই সংস্কার শুরু হয়েছে, তবে বাস্তব পরিবর্তন আনতে সময়, ধারাবাহিক প্রচেষ্টা এবং রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।
বুধবার (১০ ডিসেম্বর) সাভারে ‘ফ্রেন্ডস অব দ্য আর্থ ইন্টারন্যাশনাল’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ৬২ দেশের ৮৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
উপদেষ্টা বলেন, “প্রশাসন ও আইনি কাঠামো দুটোকেই আমরা পরিবর্তনের আওতায় আনছি। তবে একটি দেশ যা পরিবেশ সূচকে ১৮০ দেশের মধ্যে ১৭৯তম, সেটি এক বছরের মধ্যে ৫০তম স্থানে পৌঁছাতে পারবে না। ধারাবাহিক কাজের মাধ্যমে পাঁচ থেকে সাত বছরের মধ্যে অবস্থান ৭৩-এর কাছাকাছি নিয়ে আসা সম্ভব, যা ভবিষ্যতের সরকার কার্যক্রম এগিয়ে নিতে ব্যবহার করতে পারবে।”
তিনি আরও জানান, বর্তমান সরকার একটি প্রায় ভেঙে পড়া ব্যবস্থা উত্তরাধিকারসূত্রে পেয়েছে। প্রথম কাজ ছিল এটিকে কার্যকর করা এবং তারপরে পরিবর্তন শুরু করা।
জবাবদিহির প্রসঙ্গে রিজওয়ানা বলেন, “একটি অর্থবহ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, এবং আমরা বিশ্বাস করি সমাজের সব স্তরের মানুষ এতে অংশ নেবে।”
উপদেষ্টা উল্লেখ করেন, বন সংরক্ষণে ইতোমধ্যেই দুটি যুগান্তকারী আইন পাস হয়েছে এবং শিগগিরই জলাভূমি সংরক্ষণ আইনও অনুমোদিত হবে। সাভারকে পরিবেশগতভাবে অক্ষয়িত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশ বহু বছর ধরে বায়ুদূষণে শীর্ষে রয়েছে। এটি এক বছরের মধ্যে পরিবর্তন সম্ভব নয়, তবে সংশোধনমূলক পদক্ষেপ ইতোমধ্যেই শুরু হয়েছে। দূষণকারী ইটভাটা ও অন্যান্য ইউনিট স্থানান্তর করা হচ্ছে, শ্রমিকরা কর্মহীন হবেন না। সরকার ও নাগরিকদের মধ্যে যোগাযোগ ও তথ্যপ্রাপ্তি সহজ হয়েছে, এবং মত প্রকাশ ও অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পেয়েছে।”
ভিওেডি বাংলা/ আরিফ







