মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী
ফুলবাড়ী ডিগ্রী কলেজে কুইজ ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণ বালিশ পাচার, কুইজ প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার স্বনামধন্য ফুলবাড়ী ডিগ্রী কলেজের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজুর সভাপতিত্বে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিএমটি কুইজ প্রতিযোগিতা, ১২টায় অত্র কলেজের সকল ছাত্রীদের জন্য বালিশ পাচার এবং বিকেল ৩টায় অত্র কলেজের উচ্চ মাধ্যমিক ফুটবল দল বনাম ডিগ্রী ও অনার্স ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে কোন ফলাফল না আসায় ট্রাইবেকারে ডিগ্রী ও অনার্স ফুটবল দল ৩/২ গোলে জয়লাভ করে।

কলেজের প্রভাষক আবুর রহমান পাশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মুকুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার,আরো উপস্থিত ছিলেন অত্র কলেজ গভর্ণিং বডির সদস্য, সকল শিক্ষক, কর্মচারী, সকল বর্ষের শিক্ষার্থী ও সুধীজন।
খেলা পরিচালনা করেন অত্র কলেজের প্রভাষক জাকারিয়া মিয়া, সহযোগী হিসেবে ছিলেন আলমগীর হোসেন ও শাকিল। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভিওডি বাংলা/জাহাঙ্গীর আলম/এম







