• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মা-মেয়েকে হত্যা:

গ্রেপ্তার গৃহকর্মীর কাছ থেকে উদ্ধার মালামাল

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পি.এম.
গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার কাছ থেকে সোনা, ল্যাপটপ, ছুরি উদ্ধার-ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানিয়েছেন, মা-মেয়ে লায়লা আফরোজ ও নাফিজা বিনতে আজিজ হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা এবং তার স্বামী রাব্বীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) স্বামীর দেওয়া তথ্যেই নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে ছয় ভরি সোনা, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত ধারালো চাইনিজ ছুরি উদ্ধার করা হয়।

এদিকে মা-মেয়েকে হত্যা করে স্কুলড্রেস পরে পালিয়ে যাওয়ার নেপথ্যে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। পুলিশের একটি সূত্র জানিয়েছে, বাসার মালামাল চুরি করে নেওয়ার সময় মা লায়লা আফরোজের কাছে আয়েশা ধরা পড়ে। একপর্যায়ে লায়লা আফরোজ তাকে আটকে পুলিশে ফোন দিতে গেলে আয়েশা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানিয়েছেন, হত্যাকাণ্ডের বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লায়লার দেহে ৩০টি ও নাফিসার ৬ ছুরিকাঘাত
মা–মেয়ের নৃশংস হত্যা লায়লার দেহে ৩০টি ও নাফিসার ৬ ছুরিকাঘাত
মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা
মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু